gplus twitter facebook

নিউজ ও ইভেন্ট

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বসকো থেকে সাবেক সভাপতি ইদ্রিস খানকে বহিষ্কার

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বসকো থেকে সাবেক সভাপতি ইদ্রিস খানকে বহিষ্কার স্টাফ রিপোর্টার
সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বসকোর সাবেক সভাপতি ইদ্রিস খানকে গত ২২/ ১০/১৮ ইং তারিখে বসকোর দপ্তর সম্পাদক মাজহারুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন ( বসকো ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, ইতিমধ্যে তার বিরুদ্ধে বহু আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে । বিজ্ঞপ্তিতে বহিষ্কৃর ইদ্রিস খানের সাথে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন বসকোর নেতা-কর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে। এদিকে ইদ্রিস খানের বিরুদ্ধে প্রতারনা, জালিয়াতি, এমপিও বানিজ্য, মাদ্রাসা শিক্ষকদের কাছে ঘুষ বানিজ্য, নিজ মাদ্রাসায় প্রতারনা করে শিক্ষিকা নিয়োগ,ফাজিল/কামিল শির্ক্ষাথীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়, ভুয়া পিএসডি পরিচয়সহ তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে শতাধিক অভিযোগ রয়েছে এবং ১০টি মামলা রয়েছে । এর মধ্যে অনেক মামলা বিচারাধীন । এসব প্রতারনা ও অপরাধ থেকে রক্ষা পেতে তিনি ও তার ভাড়াটিয়া কর্মী মোঃ কামালকে দিয়ে অভিযোগকারী বাদীদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যার পরিপেক্ষীতে অভিযোগকারীরা তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছে । এ বিষয়ে বসকোর সভাপতি খায়রুল আলম রফিকের কাছে জানতে চাইলে, তিনি বলেন, আইন সবার জন্যই সমান, কেউই আইনের উর্ধে নয়, সংগঠনের দূর্নাম হবে এমন কাউকেই ছাড় দেয়া হবেনা।তাই এসব দিক বিবেচনা করে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বৈঠকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হয়েছে।