gplus twitter facebook

নিউজ ও ইভেন্ট

বসকো ও প্রশাসনের উদ্যেগে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

বসকো ও প্রশাসনের উদ্যেগে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। সিরাজগঞ্জ | রবিবার, মার্চ ১৩, ২০১৬
কোন আইন করে নয় বরং সমাজের সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ, যৌতুক বিরোধী ও নারী নির্যাতন রোধে সকল কে এগিয়ে আসতে হবে। এমন বার্তা নিয়ে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সমাবেশ যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ণ-(বসকো) সিরাজগঞ্জ শাখা ও খামারখন্দ উপজেলা প্রশাসন। গতকাল তথা শনিবার ১২-০৩-১৬ ইং তারিখে উক্ত সমাবেশটি বড়ফুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিকেল ৩.টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও পাবনা-৬ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: বিলাল হোসেন, খামারখন্দ উপজেলা চেয়ারম্যান সিরাজগঞ্জ, উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন খামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা, মোছাম্মৎ স্বপ্না রহমান- মহিলা ভাইস চেয়ারম্যান, খামারখন্দ উপজেলা, আরো উপস্থিত ছিলেন বাবুল উদ্দিন সরকার, অফিসার ইনচার্জ খামারখন্দ থানা, জাইল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন দুলাল, উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ণ- বসকো এর কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ড. মো: ইদ্রিস খান, এছাড়া হিসেবে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বসকোর মহাসচিব মো: খায়রূল আলম রফিক সহ আরো সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আয়োজিত সমাবেশে বাল্য বিবাহ রোধ ও নারী নির্যাতন এবং যৌতুক বিরোধী কার্যক্রমে সরকার নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব খামারখন্দ এলাকাকে বাল্য বিবাহ মুক্ত করা হব এছাড়া জেলা প্রশাসক তার বক্তব্যে যৌতুক একটি সামাজিক ব্যাধি খুব শিগ্রই আমরা এটি নিরসনে জোরালো পদক্ষেপ গ্রহন করবো। এদিকে প্রধান আলোচকের বক্তব্যে ড. মো: ইদ্রিস খান বলেন যৌতুক ও নারী নির্যাতন রোধে এদেশের মানুষের দীর্ঘদিনের সামাজিক সমস্যা শুধু আইন করে এসব রোধ করা যাবে না, সামাজিক সচেতনতাই এটার কার্যকরী উপায় । এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।