gplus twitter facebook

নিউজ ও ইভেন্ট

চেয়ারম্যান ও মহা-সচিবের বাণী

চেয়ারম্যানের বাণী:

তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতা এখন সবচেয়ে স্মার্ট একটি পেশা । সমাজের কল্যানার্থে এবং প্রচলিত বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে অনলাইন সাংবাদিকদের জাতীয় ভাবে সংগঠিত করার জন্যে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) একটি যুগান্তকারী সংগঠন। আমাদের ভুলে গেলে চলবে না গনতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তথ্য প্রযুক্তির উপযুক্ত ব্যবহার এর উপকারীতা। সে হিসেবে অনলাইন সাংবাদিকদের কাছে জাতির মহান দায়িত্ব অর্পিত হয়ে আছে। আমি আশাবাদ ব্যাক্ত করি এই প্রানবন্ত সাংবাদিক সংগঠন তথা বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসেকা) তার নিজস্ব গতি এবং দেশপ্রেমি কার্যক্রমের মাধ্যমে অচিরেই সারাদেশের সাংবাদিকদের নানা সমস্যা সমাধানে এবং তাদের দাবি আদায়ে কাজ করে বাংলাদেশকে উন্নত বিশ্বের দেশগুলোর মত এগিয়ে যাবে।

ড. মো: ইদ্রিস খান
চেয়ারম্যান
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসকো)মহাসচিবের বাণী:

বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন(বসকো) সারাদেশের সাংবাদিকদের প্রানের একটি সংগঠন। প্রাথমিকভাবে এটি শুধু অনলাইন সাংবাদিকদের সম্পৃক্তা থাকলেও পরবর্তীতে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরাও এটিতে অর্ন্তভুক্ত হওয়ার জোর আহবান জানালে পরবর্তীতে তাদেরকেও এই সাংবাদিক কল্যাণ ইউনিয়নে অর্ন্তভুক্ত করা হয়। এবং বিশেষ ক্ষেত্রে সমাজের আরো যারা লেখনী শক্তি কিংবা তাদের পেশা ও জ্ঞান দিয়ে মানব সেবায় নিয়েিেজত রয়েছে এমন মানুষদেরকেও আমরা আমাদের উপদেষ্টা এবং সদস্য হিসেবে নিয়োজিত রাখছি। আমাদের মূল লক্ষে হল অসহায় সাংবাদিকদের পাশে দাড়ানো যারা তাদের কলমের মাধ্যমে সত্য প্রকাশে দুরন্তর সাহস দেখিয়ে এগিয়ে চলে। আজ এই বসকো শুধু মাত্র অনলাইন সাংবাদিক নয় বরং সারাদেশের সকল মিডিয়ার সাংবাদিকদের প্রানের একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা তৃনমূল সাংবাদিকদের আর্ত-সামাজিক উন্নয়ন এ কাজ করে যাচ্ছি। বর্তমানে এই সাংবাদিক কল্যাণ ইউনিয়নে হাজারের উপরে সদস্য রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের ৩৯ টি জেলায় এর কার্যক্রম পরিচালনা করছে আমরা আশা করছি অতি শিগ্রই সারাদেশের সবগুলো জেলা তে এটি ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের সকল সাংবাদিকরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করে সমাজের জন্যে এবং সমাজের মানুষের জন্যে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যাক্ত করি ।


মো: খায়রূল আলম রফিক

মহাসচিব
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসকো)